"রওশন এরশাদকে রাজনীতি ছেড়ে ধর্ম-কর্ম করা উচিত"-আসিফ শাহরিয়ার


 "রওশন এরশাদকে রাজনীতি ছেড়ে ধর্ম কর্ম করা উচিত" বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির রংপুর-১ আসন থেকে মনোনয়ন পাওয়া আসিফ শাহরিয়ার। বৃহস্পতিবার(৩০ নভেম্বর) দুপুরে মনোনয়ন ফরম জমা দিতে এসে তিনি এ মন্তব্য করেন।
আসিফ বলেন,রওশন এরশাদের বয়স হয়েছে এই বয়সে রাজনীতি না করে তার ধর্ম-কর্ম করা উচিত।তার (রওশন এরশাদ) শারীরিক যা অবস্থা এতে এমপি ইলেকশন করার সক্ষমতা আছে কিনা সেটাও সন্দেহের ব্যাপার। 

এক প্রশ্নের জবাবে আসিফ বলেন,নীতিনির্ধারকদের সাথে তার কি হয়েছে জানি না।কারণ রংপুর-১ আসনের নমিনেশন নিয়ে চলে এসেছি।

মশিউর রহমান রাঙ্গার বিষয়ে তিনি বলেন,সতেরো তারিখের পর হয়তো হয়তো উনি আর নির্বাচনের মাঠে থাকবেন না।উনি (রাঙ্গা) এতো বোকা নন।যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তাহলেও ভয় পাচ্ছিনা।

এর আগে গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার নাহিদ তামান্নাকে তার মনোনয়ন ফরম জমা দেন।এসময় জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বুধবার(২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের বাসায় অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহনে অস্বীকৃতি জানান।
এদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। 



Share this news on: