বলিউডকে না টেনে নির্বাচনে জিততে চান ঊর্মিলা

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে বুধবার এই রাজনৈতিক দলে যোগ দিয়েছেন ঊর্মিলা মাতন্ডকর। বলিউডের একসময়ের এই জনপ্রিয় তারকাকে নিয়ে কয়েক দিন ধরে যে জল্পনা চলছিল, তা এবার সত্যি হলো। উত্তর মুম্বাই কেন্দ্রে ১৫ বছর পর প্রার্থী দাঁড় করাল কংগ্রেস।

এ বার ওই আসনে হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া ঊর্মিলা মাতণ্ডকর। ২০০৪ সালে ওই আসন থেকে কংগ্রেস প্রার্থী করেছিল আরেক বলিউড তারকা গোবিন্দকে। সে বার গোবিন্দ জিতেছিলেন।

সূত্রের খবর, ঊর্মিলাকে উত্তর মুম্বাইয়ের কেন্দ্রে প্রার্থী করার ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা। এরপরেই তাকে ওই কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে আসনটি কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন বিজেপির গোকুলনাথ শেট্টি।

ঊর্মিলাকে প্রার্থী করার পর তার প্রতিক্রিয়া, ‘সঞ্জয় নিরুপম জানতেন তিনি হারবেন। তাই তিনি পরাজয়ের মালাটি নিজের গলা থেকে খুলে ঊর্মিলার গলায় পরিয়ে দিয়েছেন। ঊর্মিলাও হারবেন। তারপরে আর ফিরে আসবেন না।’

রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার পর ৪৫ বছর বয়সী ঊর্মিলা গত বুধবার কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেই তার রাজনীতির ময়দানে আসা। তার পরিবার মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহরুর আদর্শে বিশ্বাসী।

কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি জানি, চলচ্চিত্র তারকারা রাজনীতিতে যোগ দিলে তারা নিজেদের গ্ল্যামার দিয়ে সকলকে কাছে টানতে চান। কিন্তু এসব ব্যাপার মাথায় আনছি না। ভোট প্রচারে কখনও বলিউডকে টানব না।’

ঊর্মিলাকে সমর্থন করবে বলে জানিয়েছে মহারাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলোও।

সংগঠনের এক নেতা বলেন, ‘ওর বাবা যেভাবে রাজ্যের শ্রমিক আন্দোলনকে সমর্থন করতেন, সে কথা মাথায় রেখেই আমরা ঊর্মিলার পাশে দাঁড়াতে চাই।’

শুক্রবার ঊর্মিলা বোরীভেলীতে কংগ্রেস অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। একটি গুরুদ্বারেও যান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, উত্তর মুম্বাই পুনরুদ্ধারে আবার বলিউডের ওপরই আস্থা রাখছে কংগ্রেস। ২০০৪ সালে তৎকালীন পেট্রোলিয়ামমন্ত্রী রাম নায়েকের বিরুদ্ধে গোবিন্দকে কংগ্রেস প্রার্থী করেছিল। সেই নির্বাচনে জিতেছিলেন ওই বলিউড তারকা। ২০০৯-এর ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও ওই আসনে জয়লাভ করেছিল কংগ্রেসের সঞ্জয় নিরুপম।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024