গাজায় ২১ হাজার ৫০৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও ইসরায়েলি হামলায় অন্তত ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর আকাশ ও স্থল অভিযানে এখন পর্যন্ত ২১ হাজার ৫০৭ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৫৫ হাজার ৯১৫ জন। সংবাদমাধ্যমটির তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ৫০১ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্যা টাইমস অফ ইসরায়েল বলছে, গত ৭ অক্টোবরের পর থেকে এ হতাহতের ঘটনা ঘটে।

৮৩ দিন ধরে চলা গাজার যুদ্ধে উভয়পক্ষের হতাহতের সংখ্যাটি ক্রমাগত বেড়ে চলেছে। নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও বাড়ছে সমান হারে। এ পর্যন্ত ৬ হাজার আহত সেনা নিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েল। জানা গেছে, আহতদের মধ্যে অনেকেই ক্ষতের কারণে এখন আর যুদ্ধে অংশগ্রহণের যোগ্য নয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সীমান্ত বেড়া ডিঙিয়ে ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই ঘটনায় অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। পরে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা। এর প্রতিশোধ নিতে ওইদিন থেকেই আকাশ পথে অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। পরে স্থল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

Share this news on:

সর্বশেষ

img
যেভাবে মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামটা এলো May 19, 2024
img
চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান May 19, 2024
img
মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার May 19, 2024
img
আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার May 19, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম May 19, 2024
img
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের May 19, 2024
img
কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী May 19, 2024
img
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত May 19, 2024
img
মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ May 19, 2024
img
“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল May 19, 2024