বনানী ট্র্যাজেডি : বিএনপি নেতাসহ দু’জন গ্রেফতার

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত সাড়ে ১০টায় বারিধারার নিজ বাসা থেকে প্রথমে তাসভির উল ইসলাম এবং রাত ১টার দিকে প্রকৌশলী এস এম এইচ ফারুককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাসভির বনানীর এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। পাশাপাশি তিনি কাশেম ড্রাইসেলস কোম্পানি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা। তার বিরুদ্ধে এফআর টাওয়ারের অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণের অভিযোগ উঠেছে।

অপর গ্রেফতার প্রকৌশলী ফারুক এফআর টাওয়ার ভবনের জমির মালিক। তিনি ১৯৯৫ সালে ভবনের নকশার জন্য রাজউকে আবেদন করেন। অনুমোদন পাওয়ার প্রেক্ষিতে রূপায়ন গ্রুপকে ভবন বানানোর জন্য জমি দেয়া হয়। ২০০৫ সালে কাজ শুরু হওয়া ভবনটি চালু হয় ২০০৭ সালে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) সাজাহান সাজু বলেন, এফআর টাওয়ারে আগুনের হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোশতাক আহমেদ জানান, বনানীর আগুনের হতাহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। তিন আসামি হলেন প্রকৌশলী ফারুক হোসেন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও বিএনপি নেতা তাসভির উল ইসলাম।

উল্লেখ্য, বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধশতাধিক লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

টাইমস/জিএস

Share this news on: