ভেড়ামারায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গোয়ালঘরে দেয়া কয়েল জাতীয় গোবরের দইলির আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সালেহা বেগম (৬৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম একই এলাকার আনসার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গোয়ালঘরে গরুকে মশার হাত থেকে রক্ষা করতে কয়েল জাতীয় গোবরের দইলি দিয়ে ধোঁয়া সৃষ্টি করেছিলেন আনসার আলী। পরে রাত ২টার দিকে দইলির আগুন খড়ে পড়ে গোয়ালঘরে লেগে যায়। এ সময় ঘরের মালামাল উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে মারা যায় বাড়ির গৃহবধূ সালেহা বেগম।

প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে পুড়ে যায় গোয়ালঘর, ৩টি গরু, বসতবাড়ি, রান্নাঘর এবং বাড়ির আসবাবপত্র।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গরুর গোয়ালে ধোঁয়া সৃষ্টি করার জন্য দইলি থেকে আগুনের সূত্রপাত হয়।

ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো বসতবাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। একজন নিহত হয়েছেন। পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ