শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

সিরিজ শুরুর আগের দিন রোববার শান্ত বলেন, ‘অধিনায়ক না থাকলেও রান করতে হবে। অধিনায়ক থাকলে যে আলাদা করে রান করতে হবে এরকম কিছু না। সবার আগে আমি একজন ব্যাটার। ব্যাটিংয়ে নামলে আমার কাজ দলের জন্য রান করা। তারপর আমার যে দায়িত্ব আছে সেটা ঠিকঠাক করা।

আলাদাভাবে দেখছি না যে আমি অধিনায়ক তাই ব্যাটিংয়ে আমার অতিরিক্ত অনেক কিছু করা লাগবে।’

এখন পর্যন্ত দুই দল ১৩টি টি-টোয়েন্টি খেলেছে। বাংলাদেশ জিতেছে মাত্র চারটিতে। র‌্যাংকিংয়েও এগিয়ে লংকানরা। লংকান কোচ বলেন, ‘আমি তো বললাম শ্রীলংকাই ফেভারিট। তবে দুদলই খুব ভালো, দারুণ লড়াই হবে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই দলই কাছাকাছি। শ্রীলংকা আটে, বাংলাদেশ নয়ে। এই সিরিজ জিতলেই শ্রীলংকাকে টপকে আটে উঠে যাবে বাংলাদেশ।

Share this news on: