জাকের-মাহমুদউল্লাহর তাণ্ডবের পরও হারল বাংলাদেশ

লক্ষ্যটা তুলনামূলক বড়ই। ২০৭ রানের এই লক্ষ্য তাড়া করতে পারলে রেকর্ডও হতো টাইগারদের। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডার ব্যাটাররা হন ব্যর্থ। বাংলাদেশ প্রায় ছিটকে পড়ে ম্যাচ থেকে। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ফিফটি আর তারপর জাতীয় দলে ‘অভিষিক্ত’ জাকের আলি অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ে অসাধ্য সাধনের খুব কাছে চলে এসেছিল স্বাগতকিরা।

কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। টাইগারদের শেষ ওভারে ছিল ১২ রানের। প্রথম বলে রিশাদ হোসেনকে আউট করেন সুন শানাকা। পরের বলে ওয়াইড। দ্বিতীয় বলে তাসকিন আহমেদ নেন এক রান। ৪ বলে দরকার ১০। স্ট্রাইকে জাকের আলি।

দলকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরানো এই ব্যাটার শেষ পর্যন্ত আর পারলেন না। লংঅফে তুলে দলেন ক্যাচ। ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় জাকেরের ৬৮ রানের ইনিংস থামলো। শেষ মুহূর্তে অবশ্য শরিফুল চার মেরে আবারও স্বপ্ন দেখায়। কিন্তু সে স্বপ্ন ভেঙে যায় টাইগারদের। বাংলাদেশও হেরে যায় ৩ রানে।

Share this news on: