আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কারও সাথে যুদ্ধ করি না, যুদ্ধ করতে চাই না। সবার সাথে শান্তিপূর্ণ পরিবেশ চাই।

তিনি বলেন, জাতির পিতা যেই নীতিমালা দিয়ে গিয়েছিলেন- সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই আমরা চলছি।

‍বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সেনাসদস্যদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

এ সময় সেনাদের শান্তি মিশনে পাঠানোর আগে প্রশিক্ষণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় নয়, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব রকমের হুমকি ও আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

 

টাইমস/জেডটি

Share this news on: