রাজধানীতে র‌্যাবের গুলিতে দুইজন নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর চারটায় র‌্যাবের তল্লাশি চৌকির কার্যক্রম চলার সময়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে র‌্যাবের দাবি, নিহত দুজন আন্তজেলা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের সদস্য।

র‌্যাব-২ এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে কনস্টেবল ইমরান জানান, সাতরাস্তা এলাকায় ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি শেষে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় র‌্যাবের চেকপোস্ট থেকে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on: