‘কমলাপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে পাওয়া যাবে ঈদে ট্রেনের টিকিট’

এবারের ঈদে ট্রেনের টিকিট কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানেও বিক্রি হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঈদের সময় টিকিটের জন্য কমলাপুরে হাজার হাজার মানুষ ভিড় জমায়। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। তাই তাদের ভোগান্তির কথা চিন্তা করে এবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। তা হলে ঈদে এই পরিস্থিতির অবসান ঘটবে।

তিনি আরো বলেন, রেল সেবাকে জনবান্ধব করতে রেলের নিজস্ব অ্যাপ চালু করা হবে। যা থেকে রেলের তথ্য ও টিকিট ক্রয়সহ নানা পরিষেবা পাবেন যাত্রীরা। এই কার্যক্রম আগামী এক মাসের মধ্যে চালু করা হবে।

 টাইমস/কেআরএস

Share this news on: