ময়মনসিংহ সিটি নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ইকরামুল হক টিটু।

শুক্রবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার গেজেট প্রকাশ করা হয়।

এতে করে বিলুপ্ত হয় ইকরামুল হক টিটুর পৌরসভার মেয়র পদ। দুদিন পরই ১৬ অক্টোবর তাকেই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৮৬৯ সালে গঠন হয় ময়মনসিংহ পৌরসভা। পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়েছে গত ১৪ অক্টোবর। ময়মনসিংহ হচ্ছে দেশের ১২তম সিটি করপোরেশন।

ময়মনসিংহ সিটিতে মেয়র পদের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। ৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

 

টাইমস/জেডটি

Share this news on: