ভারতের ইতিহাসে নতুন এক অধ্যায় সৃষ্টি করল ‘কল্কি’

‘কল্কি-২৮৯৮ এডি’ সিনেমাটি শুধু একটি সিনেমা নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। এ সিনেমার নির্মাণ, বিষয় ভাবনা ও গল্প বলার ধরন— এ দেশের চলচ্চিত্র শিল্পে একটি মানদণ্ড তৈরি করে দিয়েছে। সেখান থেকেই ভারতীয় সিনেমার একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা আমরা ভাবতে পারি।
যেখান থেকে দাঁড়িয়ে অনায়াসে হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা যায়।

এ সিনেমা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমায় বর্তমান ও ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন চোখে পড়েনি। কল্পনা ও বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মেশাতেও কখনো দেখা যায়নি। সাহিত্য, মহাকাব্য, দর্শন এবং বিজ্ঞান একই ছবিতে এভাবে কখনো কোনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি।
দর্শক আসনে বসে এই সিনেমা দেখা অবশ্যই একটি অভিজ্ঞতা। কারণ এ সিনেমা থেকেই আমরা বুঝতে পারি— আগামী দিনে ভারতীয় সিনেমায় গতিপথ কী হতে চলেছে।



গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি। এই সায়েন্স ফিকশন সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটি রুপি। তবে দ্বিতীয় দিন আসতেই এক ধাক্কায় প্রায় ৪৪ শতাংশ আয় কমেছে। যদিও দুদিনে কল্কি ২৮৯৮ এডি প্রায় ১৫০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছে প্রভাস ও দীপিকার ছবি।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, কল্কি ২৮৯৮ এডি সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রপি আয় করেছে কেবল তেলেগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এ সিনেমাটি ২৪ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এ সিনেমাটি মোট ৫৪ কোটি রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ রুপির ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। ফলে বর্তমানে দুই দিনে ভারতীয় বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি সিনেমাটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ রুপিতে।

কল্কি ২৮৯৮ এডি সিনেমায় যারা অভিনয়ে আছেন, তারা হলেন— কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি, বিজয় দেবেরাকোন্ডা, মৃণাল ঠাকুর।

Share this news on:

সর্বশেষ

img
ঘুমের জন্য বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা হয়নি তাসকিনের! যা বলছেন বিসিবির কর্মকর্তা Jul 02, 2024
img
কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট Jul 02, 2024
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের Jul 02, 2024
img
বন্যা : ফেনীর ২ উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত Jul 02, 2024
img
বিপৎসীমার ওপরে মুহুরী, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা Jul 02, 2024
img
এইচএসসির দ্বিতীয় দিনেও বৃষ্টি, পরীক্ষার্থীদের ভোগান্তি Jul 02, 2024
img
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 02, 2024
img
ভারী বৃষ্টিতে সিলেটে আবার বন্যার চোখ রাঙানি, সীমাহীন ভোগান্তি Jul 02, 2024
img
দুর্নীতিবাজদের কোনো সহানুভূতি নয় : মন্ত্রিপরিষদ সচিব Jul 01, 2024
img
বিদেশের কারাগারে বন্দি সাড়ে ১১ হাজার বাংলাদেশি : সংসদে পররাষ্ট্রমন্ত্রী Jul 01, 2024