রূপগঞ্জে ছাত্রলীগ নেতার রগ কাটল যুবলীগ নেতারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের এক নেতার হাতের রগ কেটে দিয়েছে যুবলীগ নেতারা। এই সময় ছাত্রলীগ নেতার ঘর ভাঙচুর করে সাত লাখ টাকার মালামাল লুট ও কয়েকজনকে কুপিয়ে জখম করারও অভিযোগ উঠেছে তার পরিবার থেকে।

সোমবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাঁইখা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের বড় ভাই রাসেল মিয়া জানান, তার ছোট ভাই নাজমুল হাসান সবুজ স্থানীয় মনির মেম্বারের একটি জলাশয়ে বালি ভরাটের কাজ করছিলেন। সোমবার সকালে কাজে বাধা দিয়ে রাসেলের কাছে চাঁদা দাবি করেন একই এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে সবুজ বাচ্চুর ছেলে এমরানকে কাজে বাধা দেয়ার কারণ জানতে চায়। এ নিয়ে উভয়ের মাঝে তর্কবিতর্ক হয়।

রাসেল আরো জানান, এই ঘটনার জের ধরে রাত পৌনে ৮টার দিকে বাচ্চুর নেতৃত্বে ইমরান, ইমু, রিপন, সজিব, টিপুসহ আরও কয়েকজন অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ঢুকেই ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সবুজকে ঘর থেকে বের করে এনে কুপিয়ে তার বাম হাতের বাহুর রগ কেটে দেয়। এ সময় তাকে উদ্ধার করতে তার ভাই মানিক ও জাহিদুল এবং ভাবি মমতাজ এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

হামলাকারীরা নগদ টাকাসহ অন্তত ৭ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেন রাসেল মিয়া। এ ঘটনায় রাসেল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহামুদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা সবুজকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলাকারীরা এলাকাছাড়া রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এসআই

Share this news on: