বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩২) নামে এক জলদস্যু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকার চেমটকালীতে এ ঘটনা ঘটে। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার নুরুল আলমের ছেলে।

মাশকুর রহমান জানান, দেলোয়ারের নামে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে।

তিনি বলেন, জলদস্যুদের একটি সংঘবদ্ধ চক্র ছনুয়া এলাকায় একত্রিত হয়ে ডাকাতির জন্য পরিকল্পনা করছিল। এসময় ওই সময় ওই এলাকা দিয়ে র‍্যাবের একটি টহল টিম যাওয়ার সময় জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরা পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

দেলোয়ার জলদস্যুদের গুলিতে নিহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: