ছয় আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার: ইসি সচিব

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয়টি আসনের সব কেন্দ্র ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার আগরগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম ব্যবহার বিষয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, কোন ছয় আসনে ইভিএম ব্যবহার করা হবে তা ২৮ নভেম্বর জানা যাবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪০ হাজারটির মধ্যে ৯০০টির মতো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হবে। অর্থাৎ সেগুলোতে কোনো ব্যালট পেপার থাকবে না। 

এর আগে ইভিএম ব্যবহার না করার আহবান জানিয়েছে বিএনপিসহ নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

Share this news on: