পূর্ব রামপুরায় ভবন নির্মাণে অনিয়ম, রাজউকে অভিযোগ

ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০০৮ না মেনে পূর্ব রামপুরায় একটি ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে অভিযোগ দিয়েছেন তিন সচেতন নাগরিক।

অভিযোগকারীরা হলেন, ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবেদ মনসুর, ওওএইচ লিডারের সিইও আরিফ হাবিব ও বাংলাদেশ টাইমসের বিশেষ প্রতিবেদক তাহজিব হাসান।

তাহজিব হাসান বলেন, ‘গত রোববার একতলার ছাদ নির্মাণ করা হয়েছে ভবনটির। এর উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে এক বিন্দু পরিমাণ কোনো জায়গা ছাড় দেয়া হয়নি। তাই আমরা বিষয়টি রাজউকে জানিয়েছি।’

ভবন নির্মাণে কী বলা আছে ইমারত বিধিতে?

ইমারত বিধি-২০০৮ এ বলা হয়েছে, তিন কাঠার জমিতে বাড়ি নির্মাণ করতে হলে দুই পাশে ১ মিটার, পেছনে ১ মিটার এবং সামনে ১.৫ মিটার জায়গা ছাড়তে হবে। অন্যদিকে চার কাঠা থেকে ২০ কাঠা পর্যন্ত দু’পাশে ১.২৫ মিটার, পেছনে ২ মিটার এবং সামনে ১.৫ মিটার জায়গা ছাড়তে হবে।

কিন্তু এসব নিয়মের কোনোটাই মানেননি বাড়ি নির্মাণকারী হামিদা খাতুন। তবে হামিদা খাতুনের দাবি, তার বাড়িটি নিয়ম অনুযায়ী নির্মাণ করা হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, হামিদা খাতুনের ভবনটি পার্শ্ববর্তী অন্যান্য বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে। ভবন নির্মাণে মাত্র এক ইঞ্চি জায়গা ছেড়েছেন হামিদা খাতুন।

এ সম্পর্কে ভবনের প্রকৌশলী কনক বাংলাদেশ টাইমসকে বলেন, ‘ভবনটির যেসব কাগজ আছে তা আপনাকে দেখাব কেন? আর এই ভবনটি খুব ভালোভাবেই হচ্ছে। আপনি যদি পারেন তবে রাজউকের ইঞ্জিনিয়ারদের নিয়ে আসুন।’

রাজউকের লিখিত অভিযোগ যা বলা হয়েছে

এই ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি এনে রাজউকের কাছে লিখিত অভিযোগে বলা হয়, ২০৮/ডি, পূর্ব রামপুরায় একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ঢাকা মহানগর ইমারত বিধিমালা’ যথাযথভাবে পালন করা হচ্ছে না। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ সর্ম্পকিত তথ্যের কোনো সাইনবোর্ডও ঝুলানো হয়নি।

অভিযোগে আরও বলা হয়, এই বাড়ি নির্মাণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী চার পাশে কোনো জায়গা ছাড়া হয়নি। তাই এই ভবন নির্মাণ করা হলে, উক্ত ভবনের বাসিন্দাসহ পাশের ভবনগুলোতে নানা রকম ঝুঁকি তৈরি হবে। ভবিষ্যতে প্রাণহানির মতোও ঘটনা ঘটতে পারে। নিরাপদ রাজধানী গড়ে তোলার স্বার্থে নির্মাণাধীন ভবনটির বিষয়ে তদন্ত ও পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।

এ সম্পর্কে রাজউকের অথরাইজড অফিসার জোন-৬ নুরুজ্জামান হোসেন জাহির বৃহস্পতিবার সন্ধ্যায়  বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এখন আমি সেটা ইন্সপেকটরকে দেব। তিনি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।’

 

 

টাইমস/টিআর/এসআই

Share this news on: