গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৩ হাজার ছাড়াল

গাজা উপত্যকায় চলমান সংঘাত ও সহিংসতায় নিহতের সংখ্যা সাড়ে ৪৩ হাজার ছাড়িয়েছে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত ৪৩ হাজার ৫৫২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

মন্ত্রণালয়ের বরাতে আল আরাবিয়া বলছে, গত ২৪ ঘণ্টায় গাজায় মৃত্যু হয়েছে ৪৪ জন ফিলিস্তিনির। এছাড়া ইসরায়েলে আক্রমণে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৭৬৫ জন আহত হয়েছেন।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্যমতে, গাজায় বর্তমানে চলমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গাজায় প্রাণ হারানো সাড়ে ৪৩ হাজার মানুষের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছেন। এছাড়া আহতদের অনেকেই এখন শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন। গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়ায় আহতদের সুচিকিৎসা দেয়াও সম্ভব হচ্ছে না।

এদিকে গাজা উপত্যকায় চলমান সংঘাতের কারণে মানবিক সহায়তা সরবরাহ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সাহায্য পাঠানোর চেষ্টা করলেও অবরোধের কারণে তা সঠিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রীর অভাবে মানবিক সংকট চরমে উঠেছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটি সংস্থা গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সহায়তা না পৌঁছালে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

অন্যদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে কাতার ত্যাগ করার নোটিশ দিয়েছে দেশটির সরকার। প্রায় এক সপ্তাহ আগে এই নোটিশ দেয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন কাতারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ওই কর্মকর্তা জানিয়েছেন, গাজায় শান্তি স্থাপনের জন্য সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেয়া এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে হামাস অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে দোহা। তবে বিষয়টি নিয়ে হামাস এবং দোহার তরফে এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this news on: