চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান!

পাকিস্তান সফর করতে ভারতের অস্বীকৃতির পর পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা একটি ইমেইল পেয়েছে যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে যে তাদের দল ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে ভ্রমণ করবে না। এই পরিস্থিতিতে পিসিবি বিষয়টি সরকারের কাছে পাঠিয়েছে পরামর্শের জন্য।

পিসিবি প্রধান মোহসিন নাকভি ‘হাইব্রিড মডেল’ প্রয়োগের সম্ভাবনাকে নাকচ করেছেন। এই মডেলের অধীনে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে এবং টুর্নামেন্টের বাকিটা পাকিস্তানে আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে এই মডেলটি বাতিল হওয়ায়, আইসিসি পুরো টুর্নামেন্ট অন্য কোথাও সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানিয়েছে, যদি টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরানো হয়, তাহলে সরকার পিসিবিকে টুর্নামেন্টে না অংশ নেয়ার নির্দেশনা দিতে পারে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পাকিস্তান সফর নিয়ে নমনীয়তা দেখানোর পরও এ ধরনের সিদ্ধান্তে তাদের ‘ভালো ইচ্ছা’ চালিয়ে যাওয়া উচিত হবে না।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সরকার পিসিবিকে অনুরোধ করতে পারে যেন ভারত-পাকিস্তানের সম্পর্ক মীমাংসা না হওয়া পর্যন্ত আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচে অংশগ্রহণ না করে।

বর্তমান পরিস্থিতি পাকিস্তান ও ভারত সরকারের মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনার ফল। ভারত সরকারের নীতি অনুযায়ী বিসিসিআই দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট আয়োজন বন্ধ রেখেছে। পাকিস্তান ও ভারত সর্বশেষ ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় এবং তারপর থেকে তারা কেবলমাত্র আইসিসি ও এশিয়া কাপে একে অপরের বিপক্ষে খেলেছে। 

যদিও পাকিস্তান গত বছর বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে গিয়েছিল, সেই সফরের পর অনেকেই আশা করেছিলেন যে ভারত এবার পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে। তবে ভারত দলের না আসার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।


Share this news on: