সপ্তাহে ৭ দিন কার্বন নিঃসরণ, ৬ দিনে নামিয়ে আনার আহ্বান জানালেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ নভেম্বর) আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে সেমিনারে এ আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, কীভাবে দেশগুলো বিশ্ব উষ্ণায়ন বাড়াতে ভূমিকা রাখে, সে ব্যাপারে সবার সজাগ থাকা উচিত। আমি যদি সপ্তাহে ৭ দিন কার্বন নিঃসরণ করি তাহলে এটিকে কমিয়ে ছয় দিনে নিয়ে আসব। এরপর যদি সফল হই তাহলে পাঁচ দিনে নিয়ে আসব। এরপর সফল হলে চার দিনে নিয়ে আসব। এভাবে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে হবে। এরপর প্রতিজ্ঞা করতে হবে কার্বন নিঃসরণ না করার।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে কৃষি। ফসলসহ মানুষও নানা ধরনের ক্ষতির মুখে পড়েছে। খাদ্য উৎপাদন ও পরিবেশ রক্ষায় কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তেমন কোনো সুবিধা পাচ্ছেন না তারা।
ড. ইউনূস বলেন, সবার উন্নয়নে গ্রামীণ ব্যাংক যে ফর্মুলা ব্যবহার করে; তা সব ব্যাংকে চালু করা উচিত।
জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কেননা জলবায়ুর দ্রুত পরিবর্তনে নানা ক্ষতিকর প্রভাব এখন দৃশ্যমান। প্রতি বছর কপ সম্মেলনকে ঘিরে জলবায়ু সম্পর্কিত আলোচনা বাড়তি গুরুত্ব পেয়ে থাকে। এবারের কপ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হলো- অর্থায়ন, বিশেষ করে জাতিসংঘের নতুন ‘নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল’ (এনসিকিউজি) লক্ষ্যটি চূড়ান্ত করা। উন্নয়নশীল দেশগুলো এই লক্ষ্য চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা করছে, তাই সম্মেলনে অর্থায়নকে শীর্ষ এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। বলা হচ্ছে, এবারের কনফারেন্স অব দ্য পার্টি (কপ) হচ্ছে অর্থায়নের কপ।