সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামের শুরুতে নির্মিত প্রথম মসজিদে এ বছর ১ কোটি ৯০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ
কুবা মসজিদ, যেটি হযরত মুহাম্মাদ সা. নির্মাণ করেছিলেন। সপ্তম শতাব্দিতে মসজিদটি নির্মাণ করা হয়। যখন মুহাম্মাদ সা. মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি মসজিদটি নির্মাণ করেন। যেটি ইসলাম ধর্ম শুরু হওয়ার পর নির্মিত প্রথম মসজিদ।
২০২২ সালে মসজিদটির ব্যাপক সংস্থার করা হয় এবং এর নাম দেয়া হয় বাদশা সালমান বিন আব্দুল আজিজ মসজিদ। মহানবী হযরত মুহাম্মাদ সা. মদিনায় হিজরত করার প্রথম বছরে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি সংস্কারের পর এটিতে ৬৬ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এছাড়া মসজিদটি বর্তমানে ৫০ হাজার স্কয়ার জায়গা জুড়ে বিস্তৃত।
মসজিদটি ২৪ ঘণ্টাই পরিবেসা দিয়ে থাকে। এর আঙিনাগুলো ৮ হাজার স্কয়ার মিটার কার্পেট দ্বারা সজ্জিত এবং ৯৮ হাজার জমজম পানি সংরক্ষণ করতে পারে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার পবিত্র গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে মদিনা যাওয়ার পথে এই মসজিদে অনেক মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়া অনেকে ঘুরতে গিয়ে মসজিদটি পরিদর্শনে যান।