ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজ তার নাম প্রত্যাহার করে নেন। এরপরই এ পদে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে মনোনীত করেন তিনি। খবর বিবিসির।
ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র পাম বন্ডি। সিনেটে ট্রাম্পের প্রথম অভিশংসনের সময় তার আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ দেওয়ার মামলার বিচারের সময় আদালতে তাকে প্রকাশ্যে সমর্থন দেন বন্ডি।
বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পাম প্রায় ২০ বছর ধরে প্রসিকিউটর। তিনি সহিংস অপরাধীদের বিরুদ্ধে খুব কঠোর ছিলেন। ফ্লোরিডার মানুষের জন্য সড়কগুলোকে নিরাপদ করেছিলেন তিনি।’
ট্রাম্প আরও লেখেন, ‘অনেক দিন ধরে আমার ও অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে পক্ষপাতমূলকভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে, আর নয়।’
পাম বন্ডি ২০১৬ সালে ট্রাম্পের প্রচারাভিযান ছিলেন। সম্প্রতি ট্রাম্পের সমাবেশে ভোটারদের তিনি বলেছেন, তিনি তাকে (ট্রাম্প) ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করেন।
সিনেটে অনুমোদিত হলে পাম বন্ডি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বিচার বিভাগের এক লাখ ১৫ হাজারেও বেশি কর্মচারী এবং প্রায় ৪৫ বিলিয়ন ডলারের বাজেটের দায়িত্বে থাকবেন।