ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদদ নৌ ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এছাড়া তেল আবিবতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতেও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিব সহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয়। এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর কিছু পরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।  

মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন। 

এদিকে লেবাননের তত্ত্ববধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিক মিকাতি এ হামলায় যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর আগ্রাসন হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ‘রক্তাক্ত বার্তা’ দিয়েছে। 

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে এক্যমতে পৌঁছাতে অধিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েল সরকার যুদ্ধবিরতির একটি চূড়ান্ত চুক্তিকে ঝুলিয়ে রেখেছে।

Share this news on:

সর্বশেষ

img
সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে Nov 25, 2024
img
বিদেশ যেতে চেয়ে হাইকোর্টে ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট Nov 25, 2024
img
এক হালি গোলে কলম্বিয়াকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা Nov 25, 2024
img
ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন Nov 25, 2024
img
ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ Nov 25, 2024
img
ঢাকা কলেজ বন্ধ ঘোষণা Nov 25, 2024
img
ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ Nov 25, 2024
img
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না Nov 25, 2024
img
ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত Nov 25, 2024
img
ফলোঅন এড়িয়ে শেষের কাছে বাংলাদেশের ইনিংস Nov 25, 2024