টানা দুই মেয়াদে আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন গ্রেগ বার্কলে। গত ১ ডিসেম্বর সেই চেয়ারে বসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক জয় শাহ। দায়িত্ব ছাড়ার আগে বার্কলে সতর্ক করে জয় শাহকে বলেছেন, খেলাটা যেন এককভাবে ভারতের নিয়ন্ত্রণে চলে না যায়।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান সাবেক আইসিসির চেয়ারম্যান বার্কলে। এ ছাড়াও বর্তমানে ক্রিকেট খেলাটি এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বার্কলে বলেন, আমি খেলাটির শীর্ষ পদে আছি এটা জানি। কিন্তু বলতে পারব না বিশ্ব জুড়ে কে কার সঙ্গে খেলছে। এমনকি এটাও জানতাম না শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকায় খেলছে। সকালে ইয়ানসেনের সাত উইকেট নেওয়ার খবর পড়ার পরই বিষয়টা জানতে পারি।
‘এটাতে বোঝা যাচ্ছে খেলাটির প্রতি আমাদের মূল দৃষ্টিভঙ্গিটা সরে যাচ্ছে; যা মোটেও সুখবর নয়। একেবারে হ-য-ব-র-ল অবস্থা। ক্যালেন্ডার পুরোপুরি ঠাসা সূচি বিরাজ করছে। এই অবস্থায় ব্যক্তি স্বার্থ এমন পর্যায়ে পৌঁছেছে যে, এটার সমাধান প্রায় অসম্ভব। কারণ, কেউ তার অংশটা ছাড়তে চাচ্ছে না।’
তবে বার্কলের বিশ্বাস এই অবস্থা থেকে উত্তরণে সহায়তা করতে পারবেন শাহ। তার ভাষ্য, আমার মনে হয় সে যে ভিত্তি পেয়েছে, তাতে ভারতের জন্য খেলাটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার এটাই সুযোগ। তবে খেলাকে ভারতের নিয়ন্ত্রণে নিয়ে গেলে হবে না। ভারতকে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান।
‘কারণ, সব দিক দিয়েই এই খেলাটিতে সবচেয়ে বড় অবদান তারা রাখছে। কিন্তু একটা দেশের এই পরিমাণ ক্ষমতা ও প্রভাব কিন্তু অন্য ভাবমূর্তিকেও বিকৃত করতে পারে। যা খেলাটির বৈশ্বিক উন্নয়নের মাপকাঠিতে মোটেও সহায়ক নয়।’