প্রথম টি-টোয়েন্টিতে তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড দল। তবে ঘুর দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল আইরিশ মেয়েরা। যেখানে পুরোপুরি সফল হয়েছে সফরকারীরা। এই ম্যাচে টাইগ্রসদের ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। বিপরীতে জয়ের খুব কাছে গিয়ে হার নিয়ে মাঠে ছেড়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১২ রানের জয় পায় আইরিশ মেয়েরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল দুই টাইগার ওপেনার দিলারা আক্তার এবং শোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে ভর করে ১১ ওভারেই ১০০ রানের কোটা পার করে স্বাগতিকরা। কিন্তু ফিফটি তুলতে পারেন কেউই।

৩৫ বলে ৪৬ রান করে মোস্তারি আউট হলে ৪ রান করে তাকে সঙ্গ দেন জ্যোতি। এরপর ৪১ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার দিলারা। এদিন পিচে এসে ব্যাট চালাতে থাকেন তেজ নাহার। ১৪ বলে ১৮ রান করে এই ব্যাটার আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।

এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন শারমিন আক্তার। কিন্তু ১৯তম ওভারে মেইডেন দিয়ে দুই উইকেট তুলে নিয়ে টাইগ্রেসদের ব্যাট থেকে ছিটকে ওরালা প্রেন্ডারগ্রাস্ট। শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮ রানে।

১৩ বলে ২৩ রান করে শারমিন অপরাজিত থাকলেও হার এড়াতে পারেনি টাইগ্রেসরা। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১২ রানের জয় পায় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের হয়ে ওরালা প্রেন্ডারগ্রাস্ট এবং আর্লেন কেলি তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া এক উইকেট নেন অ্যামি ম্যাগুয়ার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। মাত্র ১০ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার অ্যামি হান্টার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ওরালা প্রেন্ডারগ্রাস্ট। ১৫ বলে ১১ রান করে এই ব্যাট আউট হলে দলীয় ৪৬ রানে দুই উইকেট হারায় আইরিশরা।

তবে লেয়া পলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক গ্যাবি লুইস। ওয়ানডে সিরিজে রান করতে না পারলেও এদিন ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত থেকে ফিফটি তুলে নেন পলও। ‍দুজনের ব্যাট থেকে আসে ১৫৩ রান।

৪২ বলে ৬০ রান করে ১৮তম ওভারে সাজঘরে ফেরেন লুইস। এরপর লরা ডেলানি (২) এবং উনা রেমন্ড-হোই শূন্য রানে আউট হলেও লেয়া পলের অপরাজিত ৭৯ রানে ভর করে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড।

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো Jan 06, 2025
img
খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় Jan 06, 2025
img
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির Jan 06, 2025
img
৭৬৪ কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে বরাদ্দ ৭৫ কোটি টাকা Jan 06, 2025
img
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ Jan 06, 2025
img
সাইফ ও হেলস ঝড়ে বিধ্বস্ত সিলেট, চতুর্থ জয় রংপুরের Jan 06, 2025
img
বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বেপজাকে প্রধান উপদেষ্টার আহ্বান Jan 06, 2025
img
মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি Jan 06, 2025
img
খালেদা জিয়াকে এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে:জাহিদ Jan 06, 2025
img
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান Jan 06, 2025