শঙ্কা কাটছে চ্যাম্পিয়ন্স ট্রফির,যেভাবে গড়াতে পারে এবারের আসর

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান অচলাবস্থা অবশেষে সমাধান হতে পারে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেল গ্রহণের প্রস্তাব নিয়ে আলোচনা করছে। এ মডেল অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান আয়োজিত আইসিসি টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে।

পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে যে আলোচনা চলছে। পিসিবি এই মডেলটি মেনে নিতে কিছু শর্ত রেখেছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো এটি ২০২৭ সাল পর্যন্ত বা সম্ভব হলে ২০৩১ সাল পর্যন্ত প্রযোজ্য হতে হবে।

আইসিসির চলমান বাণিজ্যিক চক্র (২০২৪-২৭) অনুযায়ী, ভারত ও পাকিস্তানে তিনটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে: ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি (পাকিস্তান), ২০২৫ সালের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (ভারত) এবং ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা)। 

পিসিবি আরও শর্ত দিয়েছে যে, ভারতীয় ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় যদি বাণিজ্যিক ক্ষতি হয়, তবে তা ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া, ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে, তবে সেই ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে, যেমন সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে।

পিসিবি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত, পাকিস্তান এবং অন্য কোনো দলের মধ্যে ক্ষতিপূরণের জন্য। ৭ ডিসেম্বর আইসিসি বোর্ড সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

পিসিবি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য ফেব্রুয়ারি থেকে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি নিয়েছিল, তবে ভারতের পক্ষ থেকে সরকার অনুমতি না দেয়ায় পাকিস্তানে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না। এর ফলে, আইসিসি এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে পারেনি। 

এই প্রস্তাব বাস্তবায়িত হলে, ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্বের সমাধানে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে।

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো Jan 06, 2025
img
খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় Jan 06, 2025
img
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির Jan 06, 2025
img
৭৬৪ কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে বরাদ্দ ৭৫ কোটি টাকা Jan 06, 2025
img
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ Jan 06, 2025
img
সাইফ ও হেলস ঝড়ে বিধ্বস্ত সিলেট, চতুর্থ জয় রংপুরের Jan 06, 2025
img
বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বেপজাকে প্রধান উপদেষ্টার আহ্বান Jan 06, 2025
img
মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি Jan 06, 2025
img
খালেদা জিয়াকে এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে:জাহিদ Jan 06, 2025
img
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান Jan 06, 2025