গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ফাইনালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রংপুর। ম্যাচের নায়ক ছিলেন সৌম্য সরকার। তার অপরাজিত ৮৬ রানের ঝোড়ো ইনিংস রংপুরকে এনে দেয় বড় সংগ্রহ এবং জয়ের ভিত্তি।
শনিবার (৭ ডিসেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও স্টিভেন টেলর রংপুরকে দারুণ শুরু এনে দেন। উদ্বোধনী জুটিতেই তারা তোলে ১২৪ রান। সৌম্য ৫৪ বলে ৮৬ রান করেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৭টি চারের মার। টেলর করেন ৪৮ রান। তার ইনিংসে ছিল ৪ ছক্কা ও সমান চার।
জবাবে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভিক্টোরিয়া শুরুটা ভালো করলেও ৭ ওভার শেষে ৬৫ রান সংগ্রহের পরই পথ হারায়। পরের পাঁচ ওভারের মধ্যেই তারা ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।
৩৩ বলে অর্ধশতক ছোঁয়া সৌম্য তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম ফিফটি করেন। প্রথম সেঞ্চুরি করার সুযোগ থাকলেও ইনিংসটি থামে ৮৬ রানে অপরাজিত থেকে। তার এই ইনিংসই রংপুরের জয়ের মূল ভিত্তি তৈরি করে।
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে এই শিরোপা রংপুর রাইডার্সের জন্য বিশেষ অর্জন। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৩ (সৌম্য ৮৬, টেলর ৬৮, মাডসেন ১০; ড্রেকস ১/২০)।
ভিক্টোরিয়া: ১৮.১ ওভারে ১২২ (ক্লার্ক ৪০, ম্যাকডোনাল্ড ১৬; হারমিত ৩/১৯, সাইফ ২/২১, মেহেদী ২/২০, রিশাদ ২/২৬)।
ফল: রংপুর রাইডার্স ৮৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ: সৌম্য সরকার