তিন মহাদেশের ছয় দেশে হবে শতবর্ষের বিশ্বকাপ!

আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজকের নাম চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছে ফিফা। আগামী বুধবার (১১ ডিসেম্বর) বর্ধিত সভায় বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। একই কংগ্রেসে ঘোষণা আসবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়েও। কাতার ও মরক্কোর পর তৃতীয় আরব দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরবও।

২০৩০ সালে হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তি। ১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল বিশ্বকাপের উদ্বোধনী আসর। শতবর্ষের বিশ্বকাপে আয়োজনও বিশেষ হওয়া চাই। ফলে গত কয়েক বছর ধরে পরিকল্পনা চলছে সেভাবেই। তারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে ১১ ডিসেম্বর ফিফার বর্ধিত সভায়।

স্পেন, পর্তুগাল এবং মরক্কোয় বসবে ২০৩০ বিশ্বকাপ। অনেক আগে থেকেই এই বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরে একটি করে ম্যাচ নিজেদের দেশে খেলার সুযোগ পাবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এসব বিষয়েও এবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা। অর্থাৎ ইউরোপ-আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এই তিন মহাদেশজুড়ে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপের ২৪তম আসর।

প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল। বিশ্বকাপ আয়োজনের সুযোগকে ঐতিহাসিক মনে করে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ, ' আমাদের সবার লক্ষ্য এক। তিন দেশ বা দুই মহাদেশ এখানে কোন ফ্যাক্টর নয়। ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক। সেটা সব দিক থেকে।'

১৯৮২ সালের পর ফের বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া স্পেন বলছে, '৪২ বছর আগে বিশ্বকাপের আয়োজক হয়েছিলো স্পেন। আবারো যখন আমরা সুযোগ পাচ্ছি সেটা স্মরণীয় করে রাখতে চাই। আমরা কথা নয় কাজে বিশ্বাসী।'

সহআয়োজক আফ্রিকার দেশ মরক্কো চায় ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে, 'আমাদের লক্ষ্য একটাই। সেটা হলো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ আয়োজন করা। এবং এটা ফুটবল ইতিহাসে সেরা হয়ে থাকবে। পাশাপাশি আমরা কিছু বিষয়ে নতুনত্ব রাখার চেষ্টা করবো।'

ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসেছিলো ১৯৩০ সালে উরুগুয়েতে। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিলো লা সেলেস্তে। বিশ্বকাপের শতবর্ষে বিশেষ কিছু করতে চায় ফিফা। তার তাই লাতিন অঞ্চলও পাচ্ছে আয়োজক হওয়ার স্বাদ। কনমেবল তাই ধন্যবাদ জানাচ্ছে ফিফাকে, 'শততম জন্মদিন। ফিফা সভাপতিকে ধন্যবাদ। শুধু এটা বলতে চাই দক্ষিণ আমেরিকায় পার্টি হবে।'

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়াটা বিশেষ কিছু, 'এই বিশ্বকাপের সঙ্গে আর্জেন্টিনার দেশপ্রেম জড়িত। এটা শুধু একটা বিশ্বকাপ নয়, আমাদের জন্য তার চেয়েও বেশি কিছু।'

২০৩৪ বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১১ ডিসেম্বরের ফিফার সভায়। যদিও ওশেনিয়া অঞ্চল থেকে কেউ আবেদন না করায় সৌদি আরব এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে তা নিশ্চিত।

Share this news on: