চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে দুবাইতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় ভারতীয় দল। ছাড় দিতে রাজি ছিল না পাকিস্তানও। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে দিন কয়েক আগেই। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট।

যেখানে সবশেষ অফিসিয়াল তথ্য অনুযায়ী, ভারত তাদের সবকটা ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। যদিও সেটা কোন ভেন্যুতে তা নিশ্চিত করা যায়নি। রবিবার পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানেই বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে। সেখান থেকেই জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের।

আগেই জানা গিয়েছিল, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের গ্রুপে থাকার সুবাদে বাংলাদেশও এই আসরে নিজেদের দুই ম্যাচের সময় জেনে নিতে পেরেছে এরইমাঝে। টিম টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। আসর শুরুর পরের দিনই সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা ২৭ তারিখ। রাওয়ালপিন্ডিতে হবে সেই ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’তে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডকে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৪ তারিখে হতে পারে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচের কথা নিশ্চিত না হলেও ২০ এবং ২৭ তারিখের ম্যাচ অনেকটাই নিশ্চিত।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরেপেক্ষ ভেন্যুতে। প্রথম সেমি হবে ৪ই মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ই মার্চ।

এছাড়া ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান

Share this news on:

সর্বশেষ

img
মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা Dec 23, 2024
img
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি Dec 23, 2024
img
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন Dec 23, 2024
img
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা Dec 23, 2024
img
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 23, 2024
img
চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে দুবাইতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ Dec 23, 2024
img
চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ Dec 23, 2024
img
নতুন বছরে কোথায় কোন রঙের পর্দা ব্যবহার করবেন? Dec 23, 2024
img
৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ Dec 23, 2024
img
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত Dec 23, 2024