আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে কাজাখস্তানের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কাজাখ পরিবহণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এএফপির।
কাজাখ পরিবহণ মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ‘বাকু-গ্রোজনি রুটের একটি উড়োজাহাজ আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আজারবাইজান এয়ারলাইন্সের।’
আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এমব্রেয়ার-১৯০ (উড়োজাহাজ) জরুরি অবতরণ করেছে।’
কাজাখ পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় বলেছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।
‘হতাহতদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় কোনো যাত্রী জীবিত থাকতে পারে’, যোগ করে মন্ত্রণালয়।