ইমরানের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তথ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র ফাওয়াদ চৌধুরীসহ মন্ত্রিসভায় নতুন ৫ জনকে অন্তর্ভুক্ত এবং ৪ জনের দপ্তর পাল্টে দিয়েছেন। খবর ডন নিউজের।

আসাদ উমরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা বলা হলেও শুক্রবার এক নতুন ঘোষণায় দেখা গেছে তিনি আগের পদেই বহাল আছেন।

পাকিস্তানের সরকার তরফ থেকে প্রকাশিত মন্ত্রিসভার নতুন তালিকায় এ তথ্য জানানো হয়।বৃহস্পতিবারের ঘোষণায় দায়িত্ব বদলে গেল মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ফাওয়াদ চৌধুরীরও।

তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে দেয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। রদবদলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক গোয়েন্দাপ্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ। জ্বালানি বিশেষজ্ঞ নাদিম বাবরকে দেয়া হয়েছে পেট্রলিয়াম মন্ত্রণালয়। পেট্রলিয়ামের আগের মন্ত্রী গোলাম সারওয়ার খানকে সরিয়ে দেয়া হয়েছে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়।

 

 

টাইমস/এসআই

Share this news on: