৭ ম্যাচে ৭৫২ রান করে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নায়ার

যখন কোনো ক্রিকেটার তার দক্ষতা এবং আত্মবিশ্বাসকে নতুনভাবে আবিষ্কার করে, তখন তার পথচলা হয়ে ওঠে অনুপ্রেরণার গল্প। ভারতের করুণ নায়ারের গল্পটিও ঠিক এমনই এক অদম্য যাত্রা, যা সবাইকে চমকে দিয়েছে। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৫২ রান, ৫টি সেঞ্চুরি, ১টি ফিফটি এবং স্ট্রাইক রেট ১২৬! এমন অসাধারণ পারফরম্যান্স যে কোন ক্রিকেট ভক্তকে মুগ্ধ করার জন্য যথেষ্ট।

২০১৬ সালে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করা নায়ার সেসময় পুরো ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিলেন। তবে পরবর্তী সময়েই ভারতের জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে তাঁর জন্য। কিন্তু, সময়টা যে নায়ারের পক্ষে পরিবর্তিত হয়েছে, তা বিজয় হাজারে ট্রফিতে তার অবিশ্বাস্য পারফরম্যান্স দেখলেই বোঝা যায়।

পূর্বের হতাশার জায়গা থেকে, ঘরোয়া ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন নায়ার। ৫০ ওভারের ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ৫৪২ রান, এটা ছিল আগে নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের দখলে, কিন্তু নায়ার সেটি টপকিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন।

শচীন টেন্ডুলকারও নিজে থেকে লিখেছেন, ৭ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৭৫২ রান। এটি শুধু পারফরম্যান্স নয়, এটা আসলে কঠোর পরিশ্রম আর নিবেদনের ফল। এমন পারফরম্যান্স দেখতে পাওয়া খুব বিরল।

২০২২ সালের ডিসেম্বরে জম্মু-কাশ্মীরের বিপক্ষে ১১২ রানের অপরাজিত ইনিংস দিয়ে তাঁর পথচলা শুরু হলেও, এরপর একের পর এক সেঞ্চুরির পর সবার চোখ এখন নায়ারের দিকে। রাজস্থানের বিপক্ষে ১২২ রান এবং মহারাষ্ট্রের বিপক্ষে ৮৮ রানে অপরাজিত থাকা তার ফর্ম যেন থামছেই না।

এখন, বিদর্ভ দলের শিরোপার লড়াই চলছে এবং দলটি এই ফর্মের সঙ্গে শিরোপা জয়ের প্রত্যাশায় রয়েছে। নায়ারের এই দুর্দান্ত ব্যাটিং তার জাতীয় দলের দলে ফেরার সম্ভাবনাও উজ্জ্বল করেছে।

টিএ/

Share this news on: