৪০ বছরের মধ্যে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে নতুন বিপত্তি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবার ক্যাপিটল হিলের অভ্যন্তরে হচ্ছে। তীব্র শীত ও ঠাণ্ডার কারণে সোমবার (২০ জানুয়ারি) এই অভিষেক অনুষ্ঠান বাইরে করা সম্ভব হচ্ছে না। ৪০ বছরের ইতিহাসে মার্কিন কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটছে।

গতকাল শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, দেশজুড়ে তীব্র ঠাণ্ডা বাতাস বইছে। এ অবস্থায় আমি কাউকে কষ্ট কিংবা আহত হতে দিতে চাই না। এজন্য আমি নির্দেশ দিয়েছে অভিষেক অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম ক্যাপিটল হিলের ভিতরে হবে।’

এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দ্বিতীয়বার অভিষেক অনুষ্ঠানে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। ওই সময়ে তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রিতে নেমে আসে।

সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির তাপমাত্রা থাকবে মাইনাস ৭ ডিগ্রিতে। তবে তীব্র বাতাস এবং ঠাণ্ডার কারণে পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

ট্রাম্প বলেন, তার সমর্থকরা অভিষেক অনুষ্ঠানটি ক্যাপিটল ওয়ান অ্যারিনার স্ক্রিনে দেখতে পাবেন। যেখানে একটি বাস্কেটবল এবং হকি ভেন্যু রয়েছে এবং ২০ হাজার মানুষ ধারণে সক্ষম।

তিনি আরও বলেন, পেনসিলভেনিয়া এভিনিউ থেকে হোয়াইট হাউসে প্রেসিডেন্টশিয়াল প্যারেড নিয়ে আসার জন্য যারা দায়িত্বে ছিল তাদেরকেও সরিয়ে ক্যাপিটল ওয়ান অ্যারিনাতে নিয়ে আসা হবে।

তবে তাৎক্ষণিকভাবে এটা জানা যায়নি যে ওই স্পোর্টস ভেন্যুতে কীভাবে প্যারেড অনুষ্ঠিত হবে।


Share this news on: