নিশানায় বলিউডের ৪ খান

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে দেশ-বিদেশে। গত বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে এক হামলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচারে তার শরীর থেকে অস্ত্রের অংশবিশেষ বের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীদের বরাত থেকে জানা গেছে, শুধু সাইফ নন, দুর্বৃত্তের নিশানায় ছিল শাহরুখ খানের বাড়িও। সাইফের বাড়িতে হামলা করার দু’দিন আগেই নাকি বান্দ্রায় বলিউড বাদশাহ শাহরুখের বাড়ি মান্নাতেও হানা দিয়েছে এক সন্দেহভাজন ব্যক্তি। বাড়ির অন্দরে প্রবেশ না করলেও বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি।

হামলার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা নিয়ে চলছে নানা জল্পনা। বিশেষ করে বলিউডের খান তারকাদের টার্গেট করাই মানুষের সন্দেহ বাড়াচ্ছে।

বলিউড তারকাদের ওপর হামলার ঘটনা নতুন নয়। সালমান খান দীর্ঘদিন ধরে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে রয়েছেন। কৃষ্ণমৃগ শিকারের ঘটনায় সালমানের বিরুদ্ধে তাদের ক্ষোভ এতটাই প্রবল যে, একসময় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিও চালানো হয়েছিল।

অন্যদিকে, আমির খানও অতীতে হত্যার হুমকি পেয়েছেন। সামাজিক অসংগতি নিয়ে কাজ করায় তাকে একসময় দেশত্যাগের কথাও ভাবতে হয়েছিল। শাহরুখ খানও মাফিয়াদের পক্ষ থেকে অর্থ দাবির হুমকি পেয়েছেন একাধিকবার। সাহসিকতার সঙ্গে প্রত্যাখ্যান করলেও, তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাইফের ওপর হামলার ঘটনায় পুলিশি তদন্ত জোরদার হয়েছে এবং শাহরুখের বাড়িতেও নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। তবে এর পেছনের কারণ বা ষড়যন্ত্র সময়ই বলবে।

টিএ/

Share this news on: