দেশের পুরোনো চারটি বিভাগকে করা হবে আলাদা চারটি প্রদেশ। এমনটি হলে, রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা থাকবে প্রদেশের হাতে। এমন কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন। এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে সারাদেশে রয়েছে আটটি প্রশাসনিক বিভাগ। এর বাইরেও রয়েছে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা। তবে, এর বাইরেও যে চারটি প্রদেশ করার কথা ভাবা হচ্ছে সেগুলো হল ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম।
এর আগে, উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ‘রাষ্ট্র মেরামতের এখনই সময়’ শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন।
তবে প্রদেশ গঠনের এমন চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করছেন না বিশেষজ্ঞরা। যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি ছোট দেশ এবং ভাষাগতও তেমন কোন বিভাজন নেই তাই এমন বিভাজনে সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে বলে মতামত তাদের।
টিএ/