যারা দেশের জন্য জীবন দেন তাদের ইতিহাসটা গৌরবের : জামায়াতের আমির

যারা দেশের জন্য জীবন দেন তাদের ইতিহাসটা গৌরবের, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিল্পবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষত যারা দেশের জন্য জীবন দেন, অতীতেও দিয়েছেন, ‘৪৭ সালে, ৫২’র ভাষা আন্দোলন ও ৭১-এ এবং সর্বশেষ ’২৪-এর জুলাইয়ে। তাদের ইতিহাসটা গৌরবের।

জামায়াত আমির আরও বলেন, একটা দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামীর কিছু করণীয় আছে বলে আমরা মনে করি। ২৪ এর আন্দোলনে আমরাও শহীদ ছিলাম। আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও একইভাবে মুক্তি পেয়েছে। সুতরাং এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি, তাদের প্রতি সম্মান দিতে ও তাদের থেকে দোয়া নিতে। কারণ তারা সৌভাগ্যবান, তাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আজ যে গণমাধ্যমগুলো এখানে এসেছে তারাও কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। সেসময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলমযুদ্ধ চালিয়েছিলেন, দেশের মাটিতে তাদের পরিবারকে হেনস্তা করা হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে। এমনকি নারীদেরকেও ছাড় দেওয়া হয়নি। তাদের রুচি যে কতো নিম্নস্তরের ছিল, এসব কর্মকাণ্ড থেকেই তা বোঝা যায়। যারা নিজেদের জীবনটা বিলিয়ে দিয়ে আমাদের আজকের এই পরিবেশটি উপহার ছিল, তাদের প্রতি আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

টিএ/

Share this news on:

সর্বশেষ

সহায়তার প্রতিদানে ইউক্রেন থেকে খনিজ সম্পদে ভাগ চান ট্রাম্প! Feb 05, 2025
কেন সামাজিক মাধ্যমে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেলিব্রিটিরা Feb 05, 2025
আপনারা বাবা-মায়ের জন্য হলেও দায়মুক্তি ছবিটা দেখবেন : নায়িকা সুস্মি রহমান Feb 05, 2025
img
বড় পর্দায় তারা হয়ে আসছেন মিথিলা Feb 05, 2025
img
বলিউডে অভিষেক শাহরুখ-পুত্র আরিয়ান খানের Feb 05, 2025
img
সাফজয়ী সুমায়াকে হত্যার হুমকি: নেপথ্যে কী? Feb 05, 2025
img
চ্যাম্পিয়নস ট্রফিতে নেই কামিন্স, অধিনায়ক খুঁজছে অস্ট্রেলিয়া Feb 05, 2025
img
ট্রাম্প প্রশাসনকে পাত্তা দিচ্ছেন না মাস্ক, উদ্বিগ্ন মার্কিনিরা Feb 05, 2025
img
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কেন সতর্ক করল মেটা? Feb 05, 2025
img
শেয়ার কারসাজির খলনায়ক শিবলী রুবাইয়াত ডিবির হাতে আটক Feb 05, 2025