অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন দুর্ঘটনার শিকার হয়েছেন। বাজার করতে গিয়ে তার পায়ের ওপর দিয়ে চলে গেছে ব্যাটারিচালিত রিকশার চাকা, যা শাওন রসিকতা করে বলছেন ‘বাংলার টেসলা’। এতে তার বাম পায়ের পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে শাওন জানান, তিনি ছেলেকে নিয়ে নিউমার্কেট গিয়েছিলেন। কাজ শেষে গাড়ির দিকে ফেরার সময় হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়। রিকশার পেছনের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। তিনি আরও জানান, ‘টেসলা’র চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।
ওই পোস্টে শাওন জানিয়েছেন, তার পা ভাঙেনি। তবে পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।
চিকিৎসকরা জানিয়েছেন, শাওনের পা ভাঙেনি, তবে কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মারা গেলে এ যানবাহন নিয়ে আদালত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে বিক্ষোভ ও আপিলের পর আপাতত এই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।
এই ঘটনাগুলোতে ব্যাটারিচালিত রিকশার অব্যবস্থাপনা ও ঝুঁকির বিষয়টি আবারও সামনে এসেছে।
টিএ/