ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। দীর্ঘ ২৮ বছর পর এই প্রথম আইসিসির কোন বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান । তবে টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে ভারত-পাকিস্তান। এবার বিতর্কের বিষয় জার্সি। আয়োজক পাকিস্তানের নাম জার্সিতে রাখতে আপত্তি জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
টুর্নামেন্টের রীতি অনুযায়ী আয়োজক পাকিস্তানের নাম থকার কথা রয়েছে প্রতিটি দলের জার্সিতে। অবশ্য এ নিয়ম মানতে নারাজ বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট বোর্ডে্র অভিযোগ, ক্রিকেটে অযথা রাজনীতি টানছে বিসিসিআই। প্রথমে পাকিস্তানে খেলতে আপত্তি, পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠানেও ভারতীয় অধিনায়ককে পাঠাতে চাননি তারা । এবার বিরোধিতা করছেন জার্সিতে পাকিস্তানের নাম রাখা নিয়ে। এ বিষয়ে আইসিসির হস্তক্ষেপ চায় পিসিবি।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের এ আপত্তিতে ক্ষোভ জানিয়েছে পাকিস্তানের জনগণ। বিসিসিআইয়ের এমন আচরণকে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম ও চেতনার পরিপন্থী মনে করছেন তারা।
এর আগে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু ঘোষণার পর পাকিস্তানে ম্যাচ খেলতে আপত্তি জানায় ভারত। বিতর্ক এড়াতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে বাধ্য হয় পাকিস্তান। ফলে ভারতের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
টিএ/