বিপিএলে নতুন মাইলফলকের পথে তাসকিন!

চলমান বিপিএলে দুর্বার রাজশাহী দলটি এখনও পর্যন্ত আশানুরূপ ফলাফল পাইনি। ৯ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৩ টিতে। তবে দলের এই খারাপ সময়ের মাঝেও প্লেয়ার পারফরম্যান্সে আলোচনায় এসেছেন তাসকিন আহমেদ। সদ্য নির্বাচিত অধিনায়ক তাসকিন, ২০ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠেছেন। এর মধ্যে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তাসকিন। তার এই ৭ উইকেট নেওয়া শুধু বিপিএলে নয়, স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসেরও তৃতীয় সেরা পারফরম্যান্স হিসেবে চিহ্নিত হয়েছে।

এবার তাসকিনের সামনে বড় একটি মাইলফলক অপেক্ষা করছে। বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি ভেঙে ফেলার। ২০১৮-১৯ মৌসুমে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে এই রেকর্ডটি গড়েছিলেন সাকিব আল হাসান । তাসকিনের এই রেকর্ড টি ভাঙতে প্রয়োজন ৪ টি উইকেট। হাতে আছে তিনটি ম্যাচ।

তবে শুধু রেকর্ড ভাঙাই নয়, তাসকিনের নেতৃত্বে দুর্বার রাজশাহী দলের পারফরম্যান্সেও বেশ কিছু আশার আলো দেখা যাচ্ছে। যদি দলটি প্লে-অফে না যেতে পারে, তবুও তাসকিনের ব্যতিক্রমী পারফরম্যান্স তাকে ইতিহাসে জায়গা করে রাখবে।

এই বছরের বিপিএলে তাসকিন আহমেদ শুধু পেস বোলিংয়ে নিজেকে প্রমাণ করেননি, বরং বিপিএলের শীর্ষ বোলার হিসেবে নিজেকে নিয়ে গেছে আলাদা উচ্চতায়। তাসকিনের নজর এখন , তার দলকে প্লে-অফের শীর্ষ চারে জায়গা করে নেওয়ার দিকে।

টিএ/

Share this news on: