‘সবার জন্য ফ্যাশন’ প্রতিপাদ্যে তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে হয়ে গেলো আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর। চার দিনের এই আয়োজন শেষ হয়েছে গত ১৯ জানুয়ারি।
আর সেই সমাপনী দিনেই শো স্টপার হিসেবে র্যাম্পের মঞ্চ আলোকিত করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান।
রুনা খান আর্কা ফ্যাশন উইকের মঞ্চে ওঠেন তরুণ নারী ফ্যাশন ডিজাইনার তানহা শেখের নিজস্ব ব্র্যান্ড ‘তান’-এর এক্সক্লুসিভ কালেকশন গায়ে জড়িয়ে। নেভি ব্লু রঙের ভিন্ন কাটিং প্যাটার্নের অফ সোল্ডার শর্ট গাউনটিতে রুনাকে একেবারেই অন্য রকম লাগছিলো। পুরো বোল্ড লুকে মঞ্চে হাজির হন রুনা খান। তার আউটফিটটি প্রয়াত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকর্মের অনুপ্রেরণায় এমব্রয়ডারি করা। রুনা খানকে সাজিয়েছেন ‘এলিগ্যান্ট মেকওভার বাই সামিনা সারা’। মেকআপে ন্যাচারাল লুক আর শরীরের ওপরের অংশে গ্লিটারের ব্যবহার করতে দেখা গেছে। চোখে ঘন আইল্যাশ, হেয়ারস্টাইল 'কোয়ায়েট লাক্সারি'। রুনা খানের কোরিওগ্রাফি করেছেন কোরিওগ্রাফার আজরা মাহমুদ।
চতুর্থ স্লটের তানের পোশাকে আরও ছিল স্কার্ট, কাট আউট স্ট্রেপলেস টপ, ওয়াইড লেগ প্যান্ট ও স্যুট। অ্যাপলিকে ও ডিজিটাল প্রিন্টে নকশা করা হয়েছে পোশাকগুলো।
অভিনেত্রী ও মডেল রুনা খান ক্রমাগত নিজেকে ভেঙে নতুনভাবে দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন। অসাধারণ ফিটনেস ধরে রাখায় বেশ কিছু দিন ধরেই এই অভিনেত্রী টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছেন। সম্প্রতি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) বাংলাদেশ প্যানারোমা বিভাগের মাধ্যমে প্রিমিয়ার হয়েছে রুনা খান অভিনীত সিনেমা ‘নীলপদ্ম’। সেই রেশ থাকতে থাকতেই শো স্টপার হয়ে আর্কা ফ্যাশন উইক মাতিয়েছেন তিনি।
টিএ/