‘তেরা মেরা রিশতা’... কোটি হৃদয়ে আলোড়ন জাগানো হিন্দী ভাষার এই গানসহ, অজস্র রোম্যান্টিক ও হৃদয় ভাঙার গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পাকিস্তানের গায়ক মুস্তফা জাহিদ। মূলত রক ব্যান্ড "রক্সেন"-এর প্রধান গায়ক হিসেবে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন এবং দ্রুতই দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের মন জয় করে নেন।
মুস্তফা জাহিদ পাকিস্তান, ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রিত ছাপিয়ে বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয়। গভীর এবং আবেগপ্রবণ কন্ঠের অধিকারী এই গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর জানিয়েছেন তিনি নিজেই।ছোট একটি ভিডিও আপলোড করে মুস্তফা জানান, বাংলাদেশে আসছেন তিনি। তাকে ঢাকায় নিয়ে আসছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন। ২০ জানুয়ারি রাতে প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।
মুস্তফা জাহিদের আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে কালো জিন্স ও কালো প্রিন্ট টিশার্টের সঙ্গে গর্জিয়াস একটি চশমা পরে আছেন মুস্তফা। ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বসে বলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি।মুস্তফা জাহিদ আরও বলেন, আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।
শোনা যাচ্ছে, পাকিস্তানের এ জনপ্রিয় গায়কের সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান, লেভেল ফাইভ সহ বেশ কয়েকটি ব্যান্ড দল। ভেন্যু চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।
মুস্তফা জাহিদ তার গানগুলোর মাধ্যমে রক, পপ এবং সোউল-ফুল সুরের একটি মিশ্রণ তৈরি করেছেন। ২০০৭ সালের মাঝামাঝি ”আওয়ারাপান” সিনেমায় প্লেব্যাক দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেন মুস্তফা জাহিদ। এখন পর্যন্ত বলিউড ইন্ড্রাস্টিতে ডজন খানেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। ভুলা দেনা, জো তেরে সাঙ, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, তো ফের আও এসব গান প্রেম, বিচ্ছেদ এবং জীবনের নানা আবেগঘন মুহূর্তের প্রতিফলন।
টিএ/