বরফের মাঠে জায়েদ খানের ‘ডিগবাজি’ শো!

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান । কখনো মাঠে, কখনো মঞ্চে, কখনো দেশে, কখনো বিদেশের মাটিতে দুগবাজি দিয়ে যেন ডিগবাজি কিং কয়ে গেছেন জাহিদ খান । সিনেমার হিরো হিসেবে যতটা না পরিচয় পেয়েছে তার চাইতে বেশি আলোচনায় এসেছেন বিভিন্ন সময় ডিগবাজি দিয়ে। আর এবার ডিগবাজির চমক দেখালেন বরফের উপর সঙ্গে ছিলেন উপস্থাপিকা নীল হুরেজাহান এবং অভিনেত্রী স্পর্শিয়া।

সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, দুই নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’

ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।’
একজন কমেন্টে লিখেছেন, “আপনি পারেনও ভাই! মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন!” আরেকজন তো খুশিতে ফেটে পড়ে লিখেছেন, “জায়েদ খান মানেই বিনোদনের কারখানা। ভাইয়া, অসাধারণ হয়েছে। আপুদের জন্য শুভকামনা রইলো।”

জায়েদ খানের এই "ডিগবাজি কাণ্ড" মনে করিয়ে দিল, তিনি শুধু সিনেমার নায়ক নন, বাস্তব জীবনেও ড্রামার হিরো!

প্রসঙ্গত, জায়েদ খান ২০০৬ সালে “ভালবাসা ভালবাসা” চলচ্চিত্র দিয়ে সিনেমায় যাত্রা শুরু করেন। এরপর “মন ছুঁয়েছে মন,” “মায়ের চোখ” এবং “রিকশাওয়ালার ছেলে”-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তবে আজকাল তিনি যেখানেই যান, বিনোদনের তুফান তুলে দেন।

টিএ/

Share this news on: