অন্যের খাবার ছিনিয়ে নিজের পেট ভরতে চাননা দেব

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব, রুপালী পর্দায় তার যাত্রা শুরু করেছিলেন ‘অগ্নিশপথ’ চলচ্চিত্র দিয়ে। যদিও প্রথম ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে ‘আই লাভ ইউ’ ছবির মাধ্যমে পায়েল সরকারের সঙ্গে তার জুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি দেবকে।

কিন্তু টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন একের পর এক ফ্লপ ছবিতে ভুগছিল, ঠিক তখন ‘খাদান’ সিনেমা দিয়ে পরিবর্তনের বার্তা আনেন দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, "আমাকে ভাবতে হবে, যখন বাংলা ছবির সঙ্গে অন্যান্য ভাষার ছবি মুক্তি পাবে, তখন যেন বাংলা পিছিয়ে না থাকে। ক্যানভাসটা আরও বড় করতে হবে।"

দেব আরও বলেন, "আমি বিতর্ক এড়িয়ে চলতে চাই, কিন্তু তা আমার পিছু ছাড়ে না। আমি কখনও কারও খাবার ছিনিয়ে নিয়ে নিজের পেট ভরতে চাই না। আমার লক্ষ্য স্পষ্ট—আমি একা বড় হতে চাই না, ইন্ডাস্ট্রিকেও বড় করতে চাই।"

বাঙালির মনের টান নিয়ে দেব বলেন, "বাঙালির এক অদ্ভুত অভ্যাস—বন্ধু ফেল করলে দুঃখ পায়, পাশ করলে আরো দুঃখ পায়, আর প্রথম হলে তো কথাই নেই! আমি এসব নিয়ে চিন্তা করি না। শুধু আমার দর্শক কী বলছেন, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।"

টালিগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে দেব বলেন, "আগে সাফল্য জুটির ওপর নির্ভর করত—দেব-কোয়েল, দেব-শুভশ্রী, রাজ-দেব জুটির কথা শোনা যেত। তবে এখন সবকিছু নির্ভর করছে গল্পের উপর। আপাতত আমার লক্ষ্য ‘খাদান’ যেন দুবাইতে সফলতা অর্জন করতে পারে। সকলে যেন আমার পাশে থেকে আশীর্বাদ করেন।"

টিএ/

Share this news on: