জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত মঙ্গলবার সকালে রমনা পার্ক থেকে হাঁটাহাঁটি শেষে ইস্কাটনের বাসায় ফেরার পথে পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে চোখ, কপালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। ডান চোখের ওপরে গভীর ক্ষত হওয়ায় ১০টি সেলাই দিতে হয়েছে।
শাহনাজ খুশির ছেলে, অভিনেতা দিব্য জ্যোতি জানান, দুর্ঘটনার পর তার মা রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেলাই দেন এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেন। চশমার ভাঙা ফ্রেম চোখের ভ্রুর ভেতরে ঢুকে যাওয়ায় গুরুতর জখম হয়েছে, তবে ভাগ্যক্রমে চোখের ভেতরে কাচ ঢোকেনি।
এদিকে দুর্ঘটনার খবর নিয়ে শাহনাজ খুশির ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়েছে। সন্ধ্যায় দেওয়া সেই পোস্টে লেখা হয়েছে, ‘বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কী বলেন? চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া! এ তেমন কিছু না, চোখের ওপরের সেনসিটিভ জায়গায় মাত্র ১০টি সেলাই লেগেছে!’
তিনি লিখেছেন, ‘যদিও আমি গলির ভেতরের রাস্তায়, অতি সতর্কতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যানচালক, কারও তোয়াক্কা করে না!’
এ দুর্ঘটনার পরও তার মনে ভয় রয়ে গেছে। তিনি লিখেছেন, “চার দিন পরও মাথার অর্ধেক অংশে কোনো অনুভূতি নেই। জানি না স্বাভাবিক চেহারায় ফিরতে পারব কি না, তবে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার সেই মুহূর্ত কখনও ভুলতে পারব না।”
তিনি সবাইকে বিশেষ করে শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
টিএ/