নতুন এক হ্যাকিং আক্রমণের শিকার হচ্ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ইসরায়েলি স্পাইওয়্যার ফার্ম প্যারাগন সলিউশনস টার্গেট করেছে মেটার এই অ্যাপ ব্যবহারকারীদের। এর মধ্যে রয়েছেন সাংবাদিক এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও।
হ্যাকিং আক্রমণটি সফলভাবে প্রতিহত করা হলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে মেটা। হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা জানান, হ্যাকিং প্রচেষ্টা শনাক্তের পরপরই তা প্রতিহত করার উদ্যোগ নেয় অ্যাপ কর্তৃপক্ষ।
তাৎক্ষনিকভাবে প্যারাগনকে একটি যুদ্ধবিরতি পত্র বা হ্যাকিং সিজফায়ার জারি করে মেটা। প্যারাগনের আক্রমণ খতিয়ে দেখার পর তারা জানান, প্রায় ৯০জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, আক্রান্তদের মধ্যে সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরাও আছেন। তবে কারা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাদের সুনির্দিষ্ট পরিচয় বা অবস্থান পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। এমনকি হ্যাকিংয়ের ক্ষেত্রে প্যারাগন কী ধরনের প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করেছে, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
একটি অফিশিয়াল বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা হ্যাকিং আক্রমণ প্রতিহত করতে সমর্থ হয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে এরই মধ্যে কানাডিয়ান ইন্টারনেট ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাবের সঙ্গে কাজ শুরু করেছেন।
আইন প্রয়োগকারী সংস্থা এবং শিল্প অংশীদারদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে মেটা। ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মেটা। মানুষের যোগাযোগ করার অধিকার রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ কাজ চালিয়ে যাব বলেও জানায় এই টেক কোম্পানি।
এদিকে কানাডার সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট-রেলটনের ভাষ্য, এই ঘটনা মনে করিয়ে দেয়, ভাড়াটে স্পাইওয়্যারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের হ্যাকিং প্রচেষ্টা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও শঙ্কা জানান তিনি।
টিএ/