ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ( ড্যাপ) ও ইমরাত নির্মান বিধিমালার সংশোধনে জনস্বার্থ, পরিবেশ ও বাসযোগ্যতার সংকট শীর্ষক 'নাগরিক সংলাপ ' অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর কনফারেন্স হলে সংলাপটি অনুষ্ঠিত হয়।
বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এর সঞ্চালনায় নাগরিক সংলাপ এর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সংবিধান সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার হলেও সমগ্র দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশে নগরায়ন, নগর পরিকল্পনা ও উন্নয়ন, ইমারাত, নির্মাণ ও পরিবেশ সংশ্লিষ্ট আইন ও বিধিমালার কোনো যৌক্তিক সংস্কার হয়নি। বিপরীতে ড্যাপ নিয়ে স্বার্থান্বেষী মহল সবসময় অপপ্রচারণা চালিয়েছে। ড্যাপ অচিরেই সংশোধন করা হবে এই বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে ভবন নির্মাণে আগ্রহী ভবন মালিকদের নিরুৎসাহিত করা হয়েছে।