শেষমেশ নাহিদ ইসলামই দেবেন দেশের নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব?

ছাত্রদের নেতৃত্বে নতুন দলের প্রধান হবেন নাহিদ ইসলাম। এই দলটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে। চলতি মাসেই দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এবং এরই নেতৃত্ব দেবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা নাহিদ ইসলাম।

তবে দলটির নেতৃত্ব গ্রহণের আগে নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করবেন এবং এটি খুব শিগগিরই ঘটবে। কিন্তু বর্তমানে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করবেন না, তারা নির্বাচনের কাছাকাছি সময়ে পদত্যাগ করবেন।

৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ব্যাপক পরিবর্তন আসে। গণ-অভ্যুত্থান এবং ছাত্রদের প্রতিবাদী অবস্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গ উঠে আসে। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়েই তৈরী হচ্ছে নতুন দল। শুরুতে, একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যা এই নতুন দলের কাজকর্ম এবং লক্ষ্য নির্ধারণ করবে। জাতীয় নাগরিক কমিটি এবং থানা পর্যায়ে কমিটি গঠন করে, এই নতুন দলের গঠন প্রক্রিয়া চালু হবে। এভাবে, দেশব্যাপী একটি সংগঠিত কাঠামো তৈরি হবে, যা আগামীর রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুতি নেবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের গঠন একটি সাধারণ ঘটনা। বর্তমান সরকারের সময়ে বেশ কিছু নতুন দল আত্মপ্রকাশ করেছে, তবে সেগুলোর মধ্যে অধিকাংশই রাজনীতিতে তেমন প্রভাব রাখতে পারেনি। অতীতে, যেসব নতুন দল গঠন হয়েছিল, তারা প্রধানত ছোট আকারে সীমাবদ্ধ ছিল এবং বড় ধরনের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিল।

তবে, ছাত্রদের নেতৃত্বে গঠিত এই নতুন দলটি রাজনৈতিক মহলে কতটা প্রভাব ফেলতে পারবে, সে বিষয়ে বড় প্রশ্ন উঠে এসেছে। প্রশ্ন থেকেই যাচ্ছে, ছাত্রদের নেতৃত্বে গঠিত এই নতুন দলটি কি বর্তমান রাজনৈতিক পরিবেশে সফল হতে পারবে?

টিএ/

Share this news on:

সর্বশেষ