গত ৭ মাসে দেশে কোনো সংস্কারই হয়নি: দুলু

গত ৭ মাসে দেশে কোনো সংস্কারই হয়নি বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। কেননা বাংলাদেশের ছাত্র-জনতা ৫ আগস্ট যে বিস্ফোরণ তৈরি করেছিল তাতে শেখ হাসিনাকে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করতে হয়েছে। আমি আপনাদের (অন্তর্বর্তী সরকার) প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে রয়েছে। গত ২০ বছর তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আপনারা নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না।

সোমবার (১৭ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে পুলিশ-প্রশাসন ঠিক মতো পরিচালিত হচ্ছে না। কারণটা তারাও জানে না। আজ দেশে কোনো ইনভেস্টমেন্ট নেই, বড় বড় শিল্প প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে। কোনো জবাবদিহিতা নেই, কারণ দেশে নির্বাচিত সরকার নেই। আমরা আগেও বলেছি এখনো বলছি, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

তিনি আরও বলেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার হলেই কেবলমাত্র বাংলাদেশের সমৃদ্ধি আশা করা যাবে।

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

আরএইচ

Share this news on: