চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট, চরম যাত্রী ভোগান্তি

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে চলছে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়ক ও সংশ্লিষ্ট ১৯ রুট এবং চট্টগ্রাম থেকে ঢাকা মহাসড়ক ও সংশ্লিষ্ট ৬৮ রুটে এ ধর্মঘট শুরু হয়, যা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানান পরিবহন শ্রমিক নেতারা।

ধর্মঘটের কারণে এসব রুটে কোনো বাস চলাচল করছে না। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব রুটে চলাচলকারী যাত্রীদের।

এছাড়া দ্বিতীয় দফায় রোববার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২৪ ঘণ্টার যাত্রী ও পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।

এদিকে, ধর্মঘট প্রত্যাহারে বুধবার বিকাল ৫টায় পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউসে বৈঠক করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। এতে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনাসহ পুলিশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে প্রশাসনের ডাকে সাড়া দেননি শ্রমিক নেতারা।

বৈঠকে বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠকে বসবেন এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ বলেন, ডিবি পুলিশ পরিচয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে এ শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে।

মঙ্গলবার রাতে শান্তির হাটের পরে নির্জন স্থানে গাড়ি থামিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কক্সবাজার থেকে গাজীপুরগামী শ্যামলী পরিবহনের বাসচালক জালাল উদ্দিনকে মারধর করে একদল লোক। এতে তার মৃত্যু ঘটেছে।

ওই সময় ওই এলাকায় পুলিশের কোনো দল অভিযানে ছিল না বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা।

এই ঘটনায় বুধবার জালালের ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন...

চট্টগ্রামে বাসচালককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

 

 

টাইমস/এইচইউ

Share this news on: