চিরকুমারী থাকতে চায় স্বাগতা ও ঈশানা

একটি এলাকার কিছু মেয়ে, যাদের ইচ্ছা জীবনে সবই করবে কিন্তু বিয়ে করবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় একটি সংঘ গড়ে তোলার। যে সংগঠনটি হবে এমন কিছু মেয়েদের নিয়ে যারা কখনো বিয়ে করতে চাইবে না। এই ধরনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, স্বাগতা, ঈশানা খান, সাব্বির আহমেদ, সোহান খানসহ আরো অনেকেই। নাটকটির পরিচালনা করেছেন ভুবন রেফাত।

এই নাটকটি মূলত হাস্যরসাত্মক গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে আরো দেখা যাবে, সংগঠনের মেয়েগুলো বলছে, তারা কোনদিন প্রেম করবে না, কোনো ছেলের অধীনে থাকবে না। তবে ভেতরে ভেতরে সেই মেয়েগুলোই কিন্তু প্রেম করছে।

নাটকটি সম্পর্কে ঈশানা বলেন, ‘গল্প ভালো হলে কাজ করে ভীষণ ভালো লাগে। ভালো লাগার একটি কাজ এটি। যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বিনোদিত হবেন।’

প্রাণ রায় বলেন, ‘নতুন চিন্তাভাবনায় গল্পটি এগিয়ে গেছে। আমার চরিত্রটি একজন পাগলের। যিনি নাটকে পাগলামি করে বেড়ায়। গল্পটির প্রাণ আছে। আশা করছি, গল্পটি ভালো লাগবে দর্শকদের।’

স্বাগতা বলেন, ‘চিরকুমারী সংঘ’-র গল্পটা এতটাই ভালো যে, নির্দ্বিধায় কাজটি করেছি। তবে পরিচালকের কাছ থেকে গল্পটি শুনে যতই না মজা পেয়েছি, অভিনয় করে ততই মুগ্ধ হয়েছি।’

এদিকে নির্মাতা ভুবন রেফাত জানিয়েছেন, চিরকুমারী সংঘ ধারাবাহিকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। তবে ইতোমধ্যে নাটকটির ১৩ পর্বের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। বাকি কাজ সামনে শুরু হবে।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on: