পরীর নতুন প্রেম? যা বললেন শেখ সাদী

আবারও খবরের শিরোনামে চর্চিত হচ্ছেন ঢালিউড নায়িকা পরীমণি। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী। এই নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন। 

এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে শেখ সাদীর এক ফেসবুক স্ট্যাটাস। 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে ওয়ালে কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণিও সাড়া দেন। সাদীর পোস্টে পরী কমেন্ট করে লিখেছেন ‘ওহ’।

এই নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন শেখ সাদী। 

তিনি বলেন, পরী আমার ভালো বন্ধু। পারিবারিকভাবেও আমাদের ভালো সম্পর্ক। একসঙ্গে আমাদের কিছু কাজ আসছে সামনে। সময় হলে সবাইকে তা জানাবো। 

গণমাধ্যমের উপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, আমি কিছুই বলবো না। মুখও খুলবো না। একটা স্ট্যাটাস দিয়েছি জাস্ট। তা নিয়ে কত নিউজ! কত হইচই।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

Share this news on:

সর্বশেষ